Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালী-৪: আ'লীগ প্রার্থী মহিবের নির্বাচনী ইশতেহার ঘোষণা 

পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:০৮ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview


পরিকল্পনার তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহীপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।  

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত আটটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এ ইশতেহার উপস্থান করেন। 

ইশতেহারে সর্বাধিক গুরুত্বের খাত: উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার হিসাবে ৬টি বিষয়ের উপর গুত্বারোপ করা হেেয়ছে। খাত গুলো হল পটুয়াখালী-০৪ (কলাপাড়া, রাংগাবালী, মহীপুর) সংসদীয় আসনকে জেলায় উন্নীতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, মহীপুর থানাকে উপজেলায় উন্নীতকরণে উদ্যোগ গ্রহণ করা, কলাপাড়া, রাঙ্গাবালী ও মহীপুরে একটি করে স্বাধীনতা ভাস্কর্য স্থাপনের উদ্যোগ গ্রহণ করা, কলাপড়া, রাঙ্গাবালী ও মহীপটুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা, কুয়াকাটা পৌর শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা, কলাপড়া, রাঙ্গাবালী, মহীপুর ও কুয়াকাটাতে গুরুত্বপূর্ন স্থানে একটি করে সার্বক্ষনিক উন্মুক্ত ওয়াইফাই জোন তৈরী করা।

ইশতাহারে পটুয়াখালী-৪ সংসদীয় আসনের খাদ্য ও কৃষি, যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, ধর্মীয়, ক্রীড়া ও সংস্কৃতি, পর্যটন, বিদ্যুৎ এবং বন ও পরিবেশ খাতের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এছাড়াও কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণসহ জননিরাপত্তা উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের অঙ্গীকার করেন।

নির্বাচনী ইশতারে উপস্থপানের সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল আহসান, সিআইপি মাসুদুর রহমান, উপজেলা চেয়্যারমান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ এবং মহিব পত্নী ফাতেমা আক্তার রেখা, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি মুরসালিন আহমেদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ প্রমুখ। গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।

ইশতেহারে জামায়াত-বিএনপি জোটের নৃশংসতার খন্ড চিত্র তুলে ধরে এসময় মহিব বলেন, কোন সংসদীয় আসনকে ঘিরে নির্বাচনী ইশতেহার বাংলাদেশ এ প্রথম। 

Bootstrap Image Preview