Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের মাঠে উজ্জীবিত সুনামগঞ্জ- ৫ আসনের ভোটাররা

হাসান আহমদ, ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ PM

bdmorning Image Preview


আর মাত্র দুইদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত পাথর সিমেন্ট ও প্রাকৃতিক সম্পদে ঘেরা মেঘালয়ের পাদদেশে অবস্থিত সুনামগঞ্জ- ৫ ছাতক দোয়ারাজার আসন। দিন যত এগুচ্ছে ভোটের হাওয়া ও উড়ে বেড়াচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে এ আসনে প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৫ আসনে সাধারণ মানুষের মনে আনন্দের ঢেউ বইছে। কে হবে এই আসনের কর্ণধার। এনিয়ে সাধারণ মানুষের মনে জল্পনা কল্পনা উপজেলা সদর থেকে শুরু করে অজ পাড়াগাঁয়ের চায়ের কাপেও চলছে নির্বাচনী আলোচনা।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ আসনে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচার প্রচারণা। এ আসনে বিভিন্ন দলের মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে সাতজনই হলেন ছাতক উপজেলার বাসিন্দা। আর ১ জন হলেন দোয়ারাবাজারের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা হলেন, মুহিবুর রহমান মানিক নৌকা প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগ; মিজানুর রহমান চৌধুরী মিজান ধানের শীষ প্রতীক বিএনপি; এডভোকেট নাজমুল হুদা হিমেল লাঙ্গল প্রতীক জাতীয় পাটি; আইয়ুব করম আলী, গণফোরাম; মোঃ আব্দুল ওদুদ কুড়েঘর প্রতীক আওয়ামী ( ন্যাপ); মোঃ আশরাফ হোসেন বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট; মুহাম্মদ শফিক উদ্দিন খেলাফত মজলিস; মোঃ হুসাইন আল হারুন ইসলামি আন্দোলন বাংলাদেশ।

ছাতক দোয়ারাবাজার আসনে ১৫৯ টি ভোট সেন্টারে মোট ৪১ লাখ ৫ হাজার ৯'শ ৩৯ জন ভোটার ভোট দিবেন ৩০ ডিসেম্বর।

আস্থাভাজন হিসেবে সম্পূর্ণ ক্লিন ইমেজে রয়েছেন, মুহিবুর রহমান মানিক। তিনি সৎ ও দক্ষ হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ ১০ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড ও  ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করে আসছেন। মুহিবুর রহমান মানিক উন্নয়নের ধারা অভ্যাহত রেখে নৌকা প্রতীকে ভোটারদের কাছে ভোট চান।

প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি আমার বিশ্বাস আমার সংসদীয় আসনের ভোটাররা আবারও আমাকে ৩০ তারিখে ভোট দিয়ে সংসদে পাঠাবে।

এদিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন। তিনি ছাত্র রাজনীতি থেকে তৃণমূল রাজনীতিতে সম্পৃক্ত থাকায় তাকেও ছাতক দোয়ারাবাসী যোগ্য মনে করে। ছাতক দোয়ারার মাটি এক সময় বিএনপি ঘাটি বলে কথা রয়েছে। সেখান থেকে মিজান চৌধুরী ভাল অবস্থানে রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের পুরুষ মহিলারা খালেদা জিয়াকে মুক্ত করার জন্যও ধানের শীষ প্রতীককে বেছে নিতে পারে।

এই আসনে আরেক নতুন মুখ এডভোকেট নাজমুল হুদা হিমেল তিনিও হাট বাজারে গ্রাম ও পাড়া মহল্লায় লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনিও মনে করেন জাতীয় পাটির লাঙ্গল প্রতীক বিজয়ী হবেন।
অন্য ৫ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে বৈধতা নিয়ে মাঠে কাজ করলেও জোড়ালো ভূমিকা নেই।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে। ছাতক দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আসনে প্রার্থীরা বিরামহীনভাবে যার যার প্রতীকের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক দোয়ারার সুধীও সাধারণ ভোটাররা যা ভাবছেন মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে। কে হবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য।

এ নিয়ে মাঠে ময়দানে যা লক্ষ করা হয়েছে ১৫৯ টি ভোটকেন্দ্রে নির্বাচন নিরপেক্ষ হলে নৌকা প্রতীকের প্রার্থী মুহিবুর রহমান মানিক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।


 

Bootstrap Image Preview