Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্ষমতায় আসলে প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করা হবে: ফারুক

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১১:২৭ AM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১১:২৮ AM

bdmorning Image Preview


রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেনে, দেশ সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের জোয়ারে ভাসছে। এর বড় উদাহরণ হল গ্রামীন অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। কৃষকরা প্রযুক্তির ব্যবহার করে জমিতে ফসল ফলাচ্ছেন। সার, বীজ ও কীটনাশক অনায়াসেই পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে তানোর পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ আরো বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশকে দারিদ্রমুক্ত করা হবে। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করা হবে।

এ সময়  অতিথি ছিলেন  তানোর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন,জেলা যুবলীগ সহ-সম্পাদক সেলিম জাহাঙ্গীর, আওয়ামী স্বেচ্ছসেবক লীগ সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন, সাবেক সদস্য শামসুল আলম (হিটলার), গোদগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শফিকুল সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভায় সাধারণ জনগণ ও দলীয় সর্মথকরা ‘নৌকা’, নৌকা শ্লোগান তোলেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। 

Bootstrap Image Preview