Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কয়েক ঘণ্টার ব্যবধানে পল্টি দিলেন এরশাদ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪২ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪২ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সিদ্ধান্তই ‘চূড়ান্ত’ বলার কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়ে দলীয় প্রার্থীদের মাঠে থাকার নির্দেশ দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।

বারিধারার বাড়িতে সংবাদ সম্মেলনে তার বক্তব্য ‘ভুলভাবে’ গণমাধ্যমে এসেছে দাবি করে এক বিবৃতিতে তিনি বলেছেন, মহাজোটের বাইরেও জাতীয় পার্টির প্রার্থীরা ভোটের লড়াইয়ে থাকবেন।

নাটকীয় অসুস্থতা নিয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়ে এরশাদ দেশে ফেরার পর বৃহস্পতিবার আরেকটি নাটকীয় ঘটনার জন্ম দেন।

এ ব্যাপারে খন্দকার দেলোয়ার জালালী জানান, হুসেইন মুহম্মদ এরশাদ নিজের স্বাক্ষরিত বিবৃতিতে বলেছেন বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে প্রচারিত হচ্ছে জেনে তিনি অত্যন্ত মর্মাহত। মহাজোট ব্যতীত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ-নিজ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

বিবৃতিতে এরশাদ বলেন, ‘কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। আপনাদেরকে নির্বাচনের মাঠে থাকার নির্দেশ দেওয়া হলো।’

বিবৃতিতে এরশাদ আগের বক্তব্য সংশোধন করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।

এ ব্যাপারে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বলেন, ফারুককে ঢাকা-১৭ ছেড়ে দিয়েছেন স্যার (এরশাদ)। সাতক্ষীরা থেকেও নির্বাচন করবেন না। রংপুর -৩ এ কনফার্ম।

এ নিয়ে আর কোনো কথা বলতে চাননি জাতীয় পার্টির কোনো নেতা।

Bootstrap Image Preview