Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি গ্রেফতার হলেও মাঠ ছাড়বেন না কেউ: মিজান চৌধুরী

হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী মিজানুর রহমান চৌধুরী তার পক্ষে থাকা নেতাকর্মীদের পুলিশ গ্রামে গ্রামে গিয়ে গণগ্রেফতার করছে বলে অভিযোগ করে বলেছেন, তাকেও যদি গ্রেফতার করা হয় তবে নেতাকর্মীরা যেন মাঠ না ছাড়েন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় নিজের ফেসবুক একাউন্টে লাইভে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক ‘জরুরি বার্তা’য় এসব কথা বলেন তিনি।

মিজান চৌধুরী বলেন, আমরা দেখেছি ছাতক ও দোয়ারাবাজারে ধানের শীষে গণজোয়ার। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। বিজয় ঠেকানো যাচ্ছে না দেখে বর্তমান সংসদ্য পুলিশ বাহিনীর ওপর নির্ভর করছেন। বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে নেতাকর্মীদের ওপর অত্যাচার, হামলা-মামলা চালানো হচ্ছে। পুলিশ ঘরে ঘরে গিয়ে ধানের শীষের কর্মীদের গ্রেফতার করছে। গণগ্রেফতার ও অত্যাচার নির্যাতন করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজান বলেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যান। ৩০ ডিসেম্বর ভোট দিতে যাবেন। বিজয় নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে কাজ করুন। আমাকে গ্রেফতার করা হলেও আপনারা মাঠ ছাড়বেন না।

তিনি প্রশাসনকে উদ্দেশ্যে করে বলেন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন, নতুবা কোন পরিস্থিতি তৈরি হলে এর দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে। আমরা ছাড় দেব না। মাঠে আছি মাঠে থাকব।

এ সময় তার পাশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বসা ছিলেন।

Bootstrap Image Preview