Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানুষকে দরজা খুলে ঘুমানোর ব্যবস্থা করবেন আ.লীগ প্রার্থী শাওন

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:২৩ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১০:২৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


লালমোহনের মানুষ যাতে দরজা খুলে ঘুমাতে পারেন সেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন।

আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ সময়ে উপজেলার চৌরাস্তা মোড়ে এক জনসভায় এ কথা বলেন তিনি।

এ সময় উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবাইকে ৩০ তারিখে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গত ১০ বছরে লালমোহন ও তজুমদ্দিনে অনেক উন্নয়ন হয়েছে। লালমোহন ও তজুমদ্দিনের চেহারা আজ পাল্টে গেছে। আগামীতে লালমোহন ও তজুমদ্দিনের মানুষ যাতে সবসময় দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করা হবে।’

সরকারের উন্নয়নের বিষয়ে শাওন বলেন, ‘এই দুই উপজেলায় কমপ্লেক্স, লাঙ্গলখালী ব্রিজ, থানা ভবন, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক নির্মাণ, নদী ভাঙ্গন রোধে ১১শত কোটি টাকা বরাদ্দসহ যোগযোগ ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আরও উন্নয়ন করা হবে। মেজর হাফিজ যেই ভ্রাতৃত্ববোধ নষ্ট করেছেন তা পূণ:প্রতিষ্ঠা করা হবে। দলমত নির্বিশেষে লালমোহনে শান্তির নীড় গড়ে তোলা হবে।’

পথসভা শেষে দুই উপজেলা মিলিয়ে গণমিছিল করেন শাওন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার সমর্থক মিছিলে সমবেত হয়। এ সময় পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম অরুন, মোশারেফ হোসেন সোহেল, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview