Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী নির্যাতনমুক্ত ও অধিকারযুক্ত শ্রীপুর চান নারীরা

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৫২ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৫২ PM

bdmorning Image Preview


মাঠের যেদিকে চোখ যায় সেদিকেই শুধু নারী আর নারী। প্যান্ডেলের তিন হাজার চেয়ারে বসেছেন নারীরা। চেয়ার খালি না থাকায় সভাস্থলের চারপাশে দাঁড়িয়ে থেকে কথা শোনছিলেন আরও অনেক নারী। প্রত্যেক নারী তাদের বক্তব্যে নারী নির্যাতনমুক্ত শ্রীপুরের দাবি করেছেন। একই সাথে নারী অধিকার প্রতিষ্ঠার দাবিও করেছেন তারা।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় এমন দৃশ্যের সৃষ্টি হয়েছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে। এদিন নৌকা মার্কার পক্ষে নারীদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও মহাজোটের নেতৃবৃন্দের আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বরমী ইউনিয়নের ডালেশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য কানিজ ফাতেমা বলেন, আমাদের দাবি শ্রীপুর উপজেলা হবে নারী নির্যাতনমুক্ত ও নারী অধিকারযুক্ত একটি এলাকা, যেখানে একজন নারীও কোনোভাবে নির্যাতিত হবেন না।

সালমা লতিফের সভাপতিত্বে ও নাঈমা নিলয় সুচীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সবুজের সহধর্মীনী নিগার সুলতানা ঝুমা। বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের সহধর্মীনী ফাতেমা রহমান।

প্রধান অতিথি নিগার সুলতানা বলেন, মহাজোটের প্রার্থী নারীদের দাবির প্রতি যত্নশীল। এলাকার মানুষের আস্থার কারণেই তিনি আজ মহাজোটের প্রার্থী। তিনি অবশ্যই নারীদের দাবি ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগ কর্মীদের মধ্যে বক্তব্য দেন আফরোজা আক্তার, শ্রীপুর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর বুলবুলি, আফরোজা আক্তার, রোজী সুলতানা প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, সাফিউদ্দিন মোড়ল, যুবলীগ নেতা হিরণ, ইদ্রিস আলী প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে দুপুর ১টায় টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের পক্ষে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী নিজে প্রধান অতিথি ছিলেন। তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন ইব্রাহীম মাহমুদ, হুমায়ুন কবীর মাস্টার,শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

Bootstrap Image Preview