Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলে প্রথম হতে না পেরে মেধাবী ছাত্রের আত্মহত্যা

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৯:২৪ PM

bdmorning Image Preview


পরিক্ষায় ভাল রেজালট না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রিমন রেজা ইমন (১৫) নামে এক মেধাবী ছাত্র।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপরের দিকে যশোরের ঝিকরগাছা উপজেলা মাটিকুমরার একটি বাগানে ঘটনাটি ঘটে। সে মাটিকোমরা গ্রামের হাসান আলীর ছেলে ও স্থানীয় মাটিকোমরা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ইমন বরাবরই মাটিকুমরা হাইস্কুলের মেধাবী ছাত্র। সে ক্লাস সেভেন থেকে নাইন পর্যন্ত ১ম স্থানে ছিল।চলতি বছরের বার্ষিক পরিক্ষার ফলাফলে দ্বীতিয় স্থান লাভ করায় মনের দুঃখে বৃহস্পতিবার দুপুর দেড়টায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মাটিকুমরা গ্রামের লুৎফর রহমানের আমবাগানে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে।

তিন ভাইয়ের মধ্য ইমন ছোট। তার মৃত্যুতে ইমনের সহপাটিরা কান্নায় ভেঙে পড়ে। চলছে ইমনের বাড়িতে শোকের মাতম।

ইমনের বাবা জানায়, আজকে তাদের স্কুলের বার্ষীক পরিক্ষার ফল প্রকাশ করে। বাড়িতে এসে তার মন খারাপের বিষয় জানতে চাইলে সে জানায় তার ২ রোল হয়েছে। এই বলে সে কান্না শুরু করে। তাকে অনেক বোঝানো হয়। তার পরেও সে অভিমানে আত্মহত্যা করে।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Bootstrap Image Preview