Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিএনপির ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৮ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপির নেতা ও সমর্থক ৮৬ জন ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) নান্দাইল মডেল থানায় নান্দাইল ইউনিয়ন পরিষদের সদস্য ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল মিয়া বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এজাহারে থাকা আসামিরা নান্দাইল ইউনিয়নের গোরস্থান বাজারে ২৫ ডিসেম্বর রাত ১০টায় নৌকার প্রতীকের ১০০ পোস্টার ও একটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

মামলায় ভাটিচারীয়া গ্রামের আবু নছরের পুত্র মো. সাদেক মিয়াসহ ৮৬ জনকে এফআইআরভুক্ত আসামি করা হয়েছে। এদের মধ্যে নান্দাইল মডেল থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছে।

নান্দাইল মডেল থানার আবু তালেব ভূইয়াকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। এর পূর্বে বিএনপির ১২ ইউনিয়নের নেতাকর্মীদের নামে আরও ৭টি মামলা দায়ের করা হয়।

Bootstrap Image Preview