Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক এনামুল হক আর নেই

জাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এনামুল হক খান ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহে--- রাজেউন)।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক খান ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান, স্ত্রী এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ২০০৩ সালের ২ অক্টোবর থেকে ২০০৭ সালের ২ অক্টোবর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক খানের পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল হক খান ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের সময়কালে শহীদ হন।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইতিহাস পরিবারসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলে শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক খানের অবদান এই বিদ্যাপীঠ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়াত অধ্যাপকের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

অধ্যাপক ড. এনামুল হক খানের খিলগাস্থ বাসবভন সংলগ্ন মসজিদে নামাজে জানাযা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করস্থানে তাঁকে সমাহিত করা হবে।

Bootstrap Image Preview