Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় জামায়াতের আমীরসহ গ্রেফতার ৬

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৪২ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৪২ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেল গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- খালিশা চাপানী ইউনিয়নের জামায়াতের আমীর ও ডালিয়া গ্রামের মৃত কবীর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪০), পূর্বছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জামায়াত নেতা আমিনুল ইসলাম (৪২), খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহল পাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে জামায়াত নেতা আলীমুর রেজা (৪৩), ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের মৃত ইছাতুল্লার ছেলে জামায়াত নেতা সাখাওয়াত হোসেন (২৮), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জামায়াত নেতা আনিছুর রহমান (৪২) এবং উত্তর ঝুনাগাছ চাপানী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে জামায়াত নেতা আব্দুস ছামাদ (৪৫)।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview