Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে সহিংসতা এড়াতে নজরদারিতে আবাসিক হোটেল, চলছে তল্লাশি

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৭ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে বহিরাগতদের অবস্থান ঠেকাতে সব আবাসিক হোটেটে রয়েছে কঠোর নজরদারি। হোটেলগুলোতে চালানো হচ্চে তল্লাশি। যারা অবস্থান করছেন তাদের বিষয়ে স্পষ্ট ধারণা নেওয়া কিংবা নতুনদের গমনাগমনের বিষয়ে তথ্য পেতে কাজ করছে র‌্যাবের ব্যাটালিয়নগুলো।

বুধবার (২৬ ডিসেম্বর) থেকে রাজধানীর বিভিন্ন এলাকার হোটেলগুলোতে তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় হোটেলের রেজিস্টার চেকসহ সন্দেহ হলে প্রয়োজনে কক্ষে গিয়ে বোর্ডারদের জিজ্ঞাসাবাদ করেছেন তারা।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বলেন, গতকাল (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর ফার্মগেট এলাকার হোটেলগুলোতে তল্লাশি চালানো হয়। ৩০ ডিসেম্বর নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হচ্ছে।

হোটেলের আগন্তুকদের বিষয়ে নিশ্চিত হতে এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, হোটেলে কোনো সন্ত্রাসী বা সন্দেহজনক কেউ অবস্থান করছে কিনা তা নিশ্চিত হতেই এ তল্লাশি। আমরা অবস্থানরতদের নাম-ঠিকানা যাচাই করছি। কোনো দুষ্কৃতিকারী যেন সেখানে অবস্থান নিতে না পারে সেজন্য হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করা হচ্ছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, আমরা আশঙ্কা করছিলাম ৩০ তারিখের নির্বাচন ঘিরে বহিরাগত কিংবা অনভিপ্রেত কেউ হোটেলগুলোতে অবস্থান করতে পারে। সেই আশঙ্কা থেকেই হোটেলগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

সেখাকে কতজন বোর্ডার রয়েছেন, তাদের নাম ঠিকানা যাচাইসহ তারা কেন এসেছেন কিংবা কতোদিনের জন্য এসেছেন, তাদের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা বিষয়গুলো নিশ্চিত হচ্ছি আমরা।

এদিকে নির্বাচন ঘিরে নগরবাসীকে আশ্বস্ত করতে বিশেষ টহল অব্যাহত রেখেছে র‌্যাব। নির্বাচন পর্যন্ত এ টহল চলমান রাখার কথাও জানিয়েছে বাহিনীটি।

এদিকে রাজধানীর ব্যাচেলরদের সন্ধ্যা ৬টার মধ্যে বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত আসা যাবে না ব্যাচেলর বা মেস বাসায়। পুলিশের বরাতে এমন নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসরত ব্যাচেলররা।

রাজধানীর বাড্ডা, ক্ষিলখেত, নিকুঞ্জ, মণিপুরি পাড়া ও মিরপুর এলাকায় বসবাসরত বেশ কয়েকজন ব্যাচেলর পুলিশের বরাতে বাড়িওয়ালার কাছ থেকে ফ্ল্যাট ছাড়ার নির্দেশনা পেয়েছেন।

মেস আকারে থাকা আবাসিক ভবনের পাশাপাশি বিভিন্ন হোস্টেলেও পুলিশের পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বিভিন্ন হোস্টেলে থাকা ছাত্র-ছাত্রীরা। মাত্র কয়েকঘণ্টার মধ্যে বাসা ছাড়া নিয়ে বিপাকে রাজধানীর ব্যাচেলররা।

Bootstrap Image Preview