Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের যেকোনো প্রতিরক্ষা ভাঙতে সক্ষম রুশ হাইপারসনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৬ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়ান সেনাবাহিনী একটি অত্যাধুনিক হাইপারসনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, শব্দের চেয়ে ২০ গুণ বেশি গতিতে চলতে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটিকে পরাজিত করা মার্কিন তথা বিশ্বের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে অসম্ভব।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার নতুন এই হাইপারসনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা শেষে এসব কথা বলেন পুতিন। তিনি জানান, আগামী বছর থেকে এ ক্ষেপণাস্ত্রটি রুশ প্রতিরক্ষা ঘাটিতে যুক্ত হবে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে পুতিনকে উদ্ধৃত করে বলা হয়, ‘রাশিয়া বিশ্বে প্রথমবারের মতো এমন একটি অত্যাধুনিক কৌশলগত ক্ষেপণাস্ত্র পেল। যা আমাদের আগামী প্রজন্মের জন্য রাষ্ট্রীয় সুরক্ষা দেবে। নুতন বছরে আমাদের দেশের জন্য এটা হবে একটা চমৎকার ও অসাধারণ উপহার।’

বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় উরাল পার্বত্য এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে রাশিয়ার সেনাবাহিনী। প্রায় ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ার কামচাটকা অঞ্চলের কুরা শুটিং এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

অ্যাভাংগার্ড নামের আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটারের চেয়ে বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বায়ুমণ্ডলে প্রবেশ করার পর এটি শব্দের চেয়ে ২০ গুণ বেশি গতিতে চলতে সক্ষম। ফলে পৃথিবীতে বর্তমানে যত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে তার কোনোটির পক্ষে এই ক্ষেপণাস্ত্রের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে না বলে দাবি করেন পুতিন।

নতুন এই ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এমন তথ্য জানানোর প্রতিক্রিয়ায় এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। পেন্টাগনের এক কর্মকর্তা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview