Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইতে বই উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা 

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:১৭ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:১৭ PM

bdmorning Image Preview


প্রতিবছরের ন্যায় এবারও সারাদেশের মতো বই উৎসবের অপেক্ষায় রয়েছে মীরসরাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইতিমধ্যে সব স্কুলের প্রধান শিক্ষকদের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে সরকারের দেয়া বিনামূল্যের বই। সবকিছু ঠিক থাকলে সারাদেশের মত মীরসরাইতেও নতুন বছরের প্রথমদিন অর্থাৎ ১ জানুয়ারি বই উৎসব হবে। 

মীরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান জানান, মীরসরাইতে ইতিমধ্যে সবকটি বই এসে পৌঁছেছে। এখন বাকি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া। 

তিনি আরো জানান, এবার উপজেলার ১৯১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬২টি বেসরকারি বিদ্যালয়ের জন্য বই এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী আমরা জানুয়ারির ১ তারিখে শিক্ষার্থীদের হাতে উৎসবের মাধ্যমে বই তুলে দেয়ার জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 
 

Bootstrap Image Preview