Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে দুর্যোগকালীন উদ্ধার ও অনুসন্ধান সামগ্রী হস্তান্তর

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:২১ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:২১ PM

bdmorning Image Preview


দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার ও অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় নানা সামগ্রী পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ জনগোষ্ঠীর উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস (সিআইডিআরআর) কোষ্টাল প্রকল্পের আওতায় এসব উপকরণ সরবরাহ করা হয়। এসময় কর্ম এলাকার ৫টি গ্রামে নলকূপ মেরামতের উপকরণ বিতরণ করা হয়। 

ফ্রেন্ডশিপ দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ইউনিয়ন পরিষদে উদ্ধার ও অনুসন্ধান সামগ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী মোল্লার হাতে তুলে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ কলাপাড়ার আঞ্চলিক সমন্বয়কারী কেএম সাইদুর রহমান, সিআইডিআরআর কোষ্টাল প্রকল্পের ইনচার্জ মো. মাসুদ রানা, সিপিপি'র ইউনিয়ন টিম লিডার সফিকুল আলম, ফ্রেন্ডশিপের আকতারুজ্জামান প্রমুখ। 

এসময় আনসার উদ্দিন মোল্লা বলেন, ফ্রেন্ডশিপ এ এলাকায় দীর্ঘদিন ধরে বেশ সুনামের সাথে কাজ করে আসছে। বিশেষ করে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে অনেক বড় ভূমিকা রেখে আসছে। এরপূর্বেও তারা গ্রামে উদ্ধার ও অনুসন্ধান সামগ্রী, ঘর মেরামত উপকরণ, রাস্তার পাশে বৃক্ষরোপন, ঘর ও পায়খানা মেরামত করে দিয়েছে। আশা করছি ফ্রেন্ডশিপ তাদের ভূমিকা অব্যাহত রাখবে। 

Bootstrap Image Preview