Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় ১৮৬০ জনকে ডিগনিটি ফাষ্ট কিট বিতরণ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০১:৫০ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০১:৫০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ থেকে ৩৫ বছর বয়সী ১৮৬০ জন নারী ও কিশোরীকে ডিগনিটি ফাষ্ট কিট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) এ ফাষ্ট কিট বিতরণ করা হয়। 

আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা 'একশন এইড বাংলাদেশ' ও ইউএনএফপি’র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'আভাস' এসব উপকরণ সুবিধাভোগীদের হাতে তুলে দেয়।

কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্ভোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চম্পাপুর  ইউনিয়ন চেয়ারম্যান রিন্টু তালুকদার, ডালবুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ছালাম সিকদার, আভাস প্রোজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।

লালুয়া ইউনিয়নের ২১০জন, চম্পাপুর ইউনিয়নের ৮০৩জন, নীলগঞ্জ ইউনিয়নের ২৬৮জন ও ডালবুগঞ্জ ইউনিয়নে ৪০০ জনকে এই উপকরণ দেয়া হয়েছে। উপকরণের মধ্যে ছিল- জনপ্রতি সেনিটারি ন্যাপকিন ক্লথ ৬টি, আন্ডার ওয়্যার ৩টি, শাড়ী ১টি, লুঙ্গি ১টি, গামছা ১টি, বাথ সোপ ১টি, লন্ড্রি সোপ ১টি, পন্স ১ জােড়া, চিরুনী ১টি, নারিকেল তেল ১টি, ফ্লাস লাইট ১টি, গামছা ১টি, ঢাকনাসহ ৩০লিটার, বালতি ১টি। 

Bootstrap Image Preview