Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে জোরদার টহল কার্যক্রম অব্যাহত রেখেছে র‌্যাব-৮

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০১:৩৮ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০১:৩৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার টহল কার্যক্রম অব্যাহত রেখেছে র‌্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্প।

আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা হিসেবে বরগুনা ও পটুয়াখালী জেলা বিভিন্ন স্থানে র‌্যাবের জোরদার টহল কার্যক্রম ও বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দিন-রাতব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পটুয়াখালী ও বরগুনা শহরের প্রবেশদ্বারে র‌্যাব চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।

কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ঘটতে না পারে তা মোকাবিলার জন্য র‌্যাব এলিট ফোর্স সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন স্থানে র‌্যাব সদস্যরা অবস্থান নিচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে যাতে জনসাধারণের মধ্যে কোন প্রকার ভয়ভীতি ব্যতীত নির্বিঘ্নে ভোট প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। 

র‌্যাব- ৮, সিপিসি- ১, পটুয়াখালী ক্যাম্পের  উপ-পরিচালক এবং কোম্পানী অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও দেশের প্রয়োজনে বিভিন্ন জরুরী মুহূর্তে অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছে।  
 

Bootstrap Image Preview