Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীর শাড়ির আঁচলে ঠাঁই পেলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০১:১১ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্থ সময় পাড় করছে আওয়ামী লীগসহ নিজ নিজ দলের হয়ে মনোনয়ন পাওয়া প্রার্থীরা। সেই তালিকায় প্রথমবারের মতো নাম  উঠেছে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। আওয়ামী লীগের হয়ে নড়াইল-২(নড়াইল-লোহাগড়া) আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন  তিনি। তার প্রচারণার অংশ হিসেবে দেখা গেলো তার পোস্টার সম্বলিত শাড়ি দেখা গেলো নারীদের পরনে।

১০ ডিসেম্বর থেকে সব দলগুলো নির্বাচনী প্রচারের কাজ শুরু করলেও মাশরাফি তার প্রচারণার কাজ শুরু করেছেন বেশ পড়ে। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে তিনি নির্বাচনী মাঠে প্রচারণরার কাজ শুরু করেন। দেরিতে প্রচারের কাজে নামলেও এর মধ্যেই তার আসনে বেশ সাড়া ফেলে দিয়েছেন তিনি। 

সারাদিন মিঠিল, সভা করার পাশাপাশি তিনি মানুষেল ঘরে ঘরে পোষ্টার বিলি করছেন। এছাড়া বিভিন্ন গানের তালে তিনি প্রচারণার কাজ করছে তার অনুসারীরা। সেই প্রচারণায় এবার দেখা গেলো নারীদের শাড়ির আঁচলে তার পোস্টার সম্বলিত ছবি।

মঙ্গলবার এমন চিত্র দেখা যায়। এদিন নারীদের হলুদ শাড়ির আঁচলে মাশরাফির পেস্টারের ছবি দেখা যায়। নারীদের শাড়ির আঁচলে প্রিয় মাশরাফির পাশেই প্রবাসী যুবলীগ নেতা মিজানের ছবি শোভা পাচ্ছিল। মাশরাফিকে ফুল দিয়ে তৈরি নৌকা উপহার দেন মাশরাফির ভক্ত জাফরিয়া আক্তার ঝুমা। ঝুমা বলেন, ভাবতেই পারিনি আমাদের মাশরাফি ভোটে দাঁড়াবে। তাকে এতটা আপন করে পাব। সে ই পারবে অবহেলিত তেলকাড়া গ্রামসহ গোটা লোহাগড়ার উন্নয়ন করতে। 

বিশাল জনসভায় মাশরাফি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, দল মত নির্বিশেষে আশা করছি নৌকায় ভোট দেবেন। আমি নারীদের সম্মান দেব। রাস্তাঘাট, বিদ্যুৎসহ লোহাগড়ার সব উন্নয়ন করব।

উল্লেখ্য, ভালোবাসার প্রকাশ স্বরূপ প্রবাসী মিজানুরের স্ত্রী ঝুমা নিজ অর্থায়নে তিন শতাধিক নারীকে পরিয়ে দেন বিশেষ ধরনের এই শাড়ি। বুধবারও মাশরাফি বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ করেন।

Bootstrap Image Preview