Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল মোতায়েনে প্রস্তুত রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৬ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৬ PM

bdmorning Image Preview


হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল (শব্দের চেয়ে পাঁচগুণ গতিবেগসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র) মোতায়েনে প্রস্তুত রাশিয়া। দ্রুতগতির ও অত্যাধুনিক মিসাইলের সফল পরীক্ষা শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এ তথ্য জানিয়েছেন।

পুতিন সাংবাদিকদের জানান, দ্রুতগতির ও অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা সফল হয়েছে। আগামী বছর থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। সশস্ত্র বাহিনীর হাতে যাবে অত্যাধুনিক মিসাইল।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চলতি বছরের গত মে মাসে রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে কেএইচ-৪৭এম ২ কিনজাল নামে হাইপারসনিক নিউক্লিয়ার অস্ত্র প্রদর্শন করা হয়।

গত মার্চেই এই বিশেষ ক্ষমতাসম্পন্ন কৌশলী অস্ত্রের কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট পুতিন।

Bootstrap Image Preview