Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমলগঞ্জে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগে সভা

রাজকুমার সেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে তরুণদের মানসিক স্বাস্থ্যর গুরুত্ব বিষয়ে ২ টি বিদ্যালয়ে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টায় হাজী উস্তাওয়ার আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও বেলা ১২ টায় আদমপুর রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। 

হাজী উস্তাওয়ার আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরে আলম সিদ্দিকের সভাপতিত্তে এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মানসিক স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডা.আর কে এস রয়েলের পরিচলনায় মানসিক স্বাস্থ্য গুরুত্ব বিষয়ে ধারণা দেওয়া হয়।

এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফারুক আলম। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. হাসিনা মোমতাজ, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকার শিশু উন্নয়ন পারিবারিক মানসিক স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব আলী, সদস্য মুজিবুর রহমান, শিক্ষকমন্ডলী।

Bootstrap Image Preview