Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আক্কেলপুরে নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদসভা

নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:০৩ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:০৩ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদরের হাসপাতাল গেটে এ প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর আওয়ামী লীগের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর।

এসময় তিনি বলেন, জয়পুরহাট- ২ আসনে সংসদ সদস্য প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট- ২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য পৌরসভার হাস্তাবসন্তপুর গ্রামের রেলগেইট এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী সেন্ট্রাল কমিটির একটি অফিস ঘর তৈরি করা হয়েছে।

সেখানে প্রতিদিন আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় লোকজনেরা বসেন। হঠাৎ করে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে ক্যম্পটিতে বিএনপির সন্ত্রাসীরা আগুন দেয় এবং ক্যাম্পের ভিতরে সেন্ট্রাল কমিটির ব্যানার ও নৌকা প্রতিকের সব পোস্টার ছিঁড়ে ফেলে। তাই আমি আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি আগামী ৩০ তারিখে ভোটের দিন সকলকে সতর্ক থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। 

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আছিয়া খানম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওমপ্রকাশ আগরওয়ালা প্রমুখ।

প্রতিবাদসভা শেষে সন্ধ্যা ৬ টায় হাসপাতাল গেইট থেকে একটি নৌকার প্রার্থীর পক্ষে মিছিল বের করা হয়।      


 

Bootstrap Image Preview