Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে মিল্লাত মার্কেটে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৪২ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের গাঙ্গিনাপাড় এলাকার ছয়তলা বিশিষ্ট মিল্লাত মার্কেটে আগুন লেগে আজাদ ফুটওয়্যার জুতার গোডাউন পুড়ে গেছে।

বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিল্লাত মার্কেটের ৬ষ্ঠ তলায় আজাদ ফুটওয়ার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই তা গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শহীদুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনের ৫ তলার উপরে থাকা টিনসেটের জুতার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের ৫টি, ত্রিশালের ২টি ও মুক্তাগাছার ১টি  ইউনিট ঘটনাস্থলে এসে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশ, র‍্যাব ও স্বেচ্ছাসেবীরাও সহযোগীতা করে।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

Bootstrap Image Preview