Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানের শীষের প্রার্থী হাবিবকে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ PM

bdmorning Image Preview


পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

বুধবার বিকেলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাবিবুর রহমান হাবিবের ভাতিজা সুমন মণ্ডল।

তিনি বলেন, উনার (হাবিব) অবস্থা খুবই খারাপ। তার শরীরের ৬টি স্থানে রামদা দিয়ে কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসেছি।

এর আগে আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজে ধানের শীষের এ প্রার্থীর গণসংযোগে হামলার ঘটনা ঘটে। এতে হাবিবুর রহমান হাবিবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

হাবিবের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আহত অবস্থায় প্রথমে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেয়া হয়।

হামলার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে আট ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Bootstrap Image Preview