Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে লাঙ্গল প্রতীকের সমর্থনে উপজেলা আ.লীগের সভা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৩:২৭ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৩:২৭ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে বর্তমান সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহা সচিব ও সিলেট-২ আসনে মহাজোটের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরীর ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্বনাথ সদরের আল-হেরা শপিং সিটির সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিতে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বর্তমান সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী।

তিনি বলেন ‘দেশের উন্নয়ন ও শান্তি জন্য মহাজোটের বিকল্প নেই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে এসেছি। মানুষ মাত্রই ভূল হতে পারে। তেমনি আমার কোন ভূল ত্রুতি হলে আমাকে ক্ষমা করে দিবেন। বিগত ৫বছরের অভিজ্ঞতার আলোকে আমি আগামী দিন এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনিন হোসেন, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, সিলেট-২ আসনে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক ছাত্রলীগের তারেক আজিজ চৌধুরী।

সভায় বক্তারা সকল মান-অভিমান, ভেদা-ভেদ ভুলে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।  

Bootstrap Image Preview