Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওগাঁ-২ আসনে নির্বাচনী প্রচারণায় উত্তাপ

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০১:২৯ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০১:৩০ PM

bdmorning Image Preview


নওগাঁ জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। এ আসনে রয়েছে ১৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। মোট ভোটার ৩ লাখ ২১ হাজার। এবার এর নির্বাচনে এখানে প্রার্থী আছেন ৫ জন। আসনটিতে পোস্টার-ব্যানার আর প্রচার প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ।

৩০ ডিসেম্বর নির্বাচনে নওগাঁ-২(ধামইরহাট-পত্নীতলা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন হুইপ শহীদুজ্জামান সরকার। ধানের শীষ নিয়ে লড়ছেন সাবেক এমপি সামসুজ্জোহা খান। তীব্র শীতেও ভোট চাইতে দারে দারে ছুটছেন বড় দুই দলের প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় এবার বড় ইস্যু পত্নীতলার সদর নজিপুরকে জেলা করার দাবি। দাবি আদায়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান এলাকার সাধারণ ভোটাররা। তাই প্রতীকের চেয়ে যোগ্যতা প্রার্থীকে গুরুত্ব দিচ্ছে তারা। দাবি আছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের। তবে সুষ্ট ভোট নিয়ে শঙ্কা রয়েছে ভোটারদের।  

এদিকে নজিপুরকে জেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। আর ভোটের মাঠের পরিবেশ নিয়ে নানান অভিযোগ বিএনপি প্রার্থীর।

এ বিষয়ে পত্নীতলার মিজান নামের নতুন তরুণ এক ভোটার বলেন, আমরা এমন একজন প্রার্থীকে ভোট দিব যে নওগাঁ-২ আসনের পত্নীতলার সদর নজিপুরকে জেলা হিসেবে উপহার দিতে পারবে।

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা জানান, প্রার্থীরা এখন অনেক রকম স্বপ্নই দেখাবে কিন্তু এই স্বপ্ন যে তারা পূরণ করবে এমনটাতো নয়। যে পারবে যে যোগ্য ব্যক্তি তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো।

এখন একটাই দাবি আমরা নজিপুরকে জেলা হিসেবে দেখতে চাই।

তারা আরো বলেন, আমরা আশা নিয়ে তাকিয়ে আছি ৩০ তারিখ নির্বাচনের দিকে, যেন সঠিক নির্বাচন হয় এবং সবাই যেন সবার মতামত প্রকাশ করতে পারে।

Bootstrap Image Preview