Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাসিরুদ্দিনের সমালোচনার উত্তর দিলেন কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০১:১৩ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০১:১৩ PM

bdmorning Image Preview


বিরাট কোহলি অভদ্র! ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সম্পর্কে এমনই মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বর্ষীয়ান অভিনেতার মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন নাসিরুদ্দিন। 

তবে প্রাথমিক ভাবে কোনও প্রতিক্রিয়া না দিলেও এক সপ্তাহ পর মুখ খুললেন বিরাট। 'আমি কেমন, তা অন্যদের বোঝাতে কোনও বিজ্ঞাপন দেব না। তাছা়ড়া এগুলো ঘটতেই থাকে।' মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে সাংবাদিকদের এমনই জানিয়েছেন কোহলি। 

বলিউড অভিনেতার মন্তব্য যে তিনি গুরুত্ব দিচ্ছেন না, তা স্পষ্ট করে দেন বিরাট। বলেন, 'কোনও ব্যক্তির পছন্দ আমি নিয়ন্ত্রণ করতে পারব না। আমার ফোকাস সামনে টেস্ট ম্যাচ, তা জেতা এবং দলের জন্য ভালো পারফর্ম করা।' অন্যের 'দৃষ্টিভঙ্গিকে সম্মান জানিয়ে' কোহলি বলেন, 'আমি সত্যিই এই নিয়ে খোঁজ নিই না।' 

চলতি অস্ট্রেলিয়া সিরিজে একাধিক বিতর্কে জড়িয়েছেন অধিনায়ক বিরাট। আর তা নিয়ে ফেসবুকে ক্রিকেটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পদ্মভূষণ প্রাপ্ত অভিনেতা। লিখেছেন, 'বিরাট কোহলি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান। তবে তাঁর ব্যবহার খুবই খারাপ। ওর ক্রিকেট দক্ষতা ঔদ্ধত্য ও অহংকারের সামনে স্মান হয়ে যায়।' ভারতীয় ক্রিকেটারদের সমালোচনার জন্য এক ভক্তকে দেশছাড়ার পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট। সেই বিতর্ক উস্কে দিয়ে নাসিরুদ্দিন শাহ বলেন, 'এ কথা বলার জন্য আমি দেশ ছাড়ছি না।' 

২২ গজে অজি অধিনায়ক টিম পেইনের সঙ্গে বচসা নিয়ে সে দেশের সংবাদমাধ্যমে বিরাটের সমালোচনা করা হয়েছিল। সেই প্রসঙ্গেই ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, 'বিরাট একজন জেন্টলম্যান।' সেই প্রসঙ্গে মঙ্গলবার বিরাট বলেন, 'শাস্ত্রী আমার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। উনি জানেন আমি ঠিক কীরকম মানুষ। যাঁরা আমায় চেনেন, আপনারা তাঁদের জিগ্গেস করতে পারেন।' 

Bootstrap Image Preview