Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ বিজয় নওয়াজ শরিফেরই: মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০১:০৩ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০১:০৩ PM

bdmorning Image Preview


পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আল আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন অ্যাকাউন্টিবিলিটি কোর্ট। সত্যিকার তথ্য-উপাত্তের ভিত্তি করে সাজা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন তার মেয়ে মরিয়ম নওয়াজ।

এর পর টুইটারে একের পর এক পোস্ট দিয়ে মরিয়ম বলেন, অনুমাননির্ভর করে তার বাবাকে সাজা দেয়া হয়েছে। চতুর্থবারের মতো একই ব্যক্তিকে সাজা দেয়া অন্ধ প্রতিশোধের সর্বশেষ হেঁচকি। কিন্তু শেষ বিজয় নওয়াজ শরিফেরই। আল্লাহকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, তার অসুস্থ বাবাকে ব্যক্তিগত আক্রোশেই বারবার সাজা দেয়া হয়েছে।

লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে গত ৬ জুলাই একই আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

রয়টার্স জানিয়েছে, সৌদি আরবে একটি ইস্পাত কারখানায় নওয়াজের যে বিনিয়োগ, তার কোনো উৎস দেখাতে ব্যর্থ হওয়াতেই সাজার এ রায় এসেছে।

তবে অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন নওয়াজ শরিফ।

এর এক সপ্তাহের মাথায় নওয়াজ ও তার মেয়ে লন্ডন থেকে ফিরলে ১৩ জুলাই বিমানবন্দর থেকেই তাদের গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।

নওয়াজ বন্দি থাকাবস্থায় তার স্ত্রী কুলসুম নওয়াজ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তার শেষকৃত্যে যোগ দেয়ার জন্য গত ১২ সেপ্টেম্বর নওয়াজকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল।

Bootstrap Image Preview