Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৫৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর দ্য গার্ডিয়ানের।

দেশটির সুন্দা প্রণালীর পার্শ্ববর্তী সৈকতে শনিবার রাতে ভয়াবহ এই সুনামি আঘাত হানে। কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই সুনামি উপকূলে আঘাত হানে। এতে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা অতিসত্ত্বরই ওই এলাকায় আরেকটি সুনামির আশঙ্কা করছে। 

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, এখনো ১৫৪ জন মানুষ নিখোঁজ রয়েছে।

দেশটির সরকারি সূত্রগুলো ধারণা করছে, ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্লুৎপাতের কারণে সমুদ্রের তলদেশে ভূমিধ্বস থেকে এই সুনামির সৃষ্টি হতে পারে। সুন্দা প্রণালী জাভা ও সুমাত্রা আলাদা করেছে। এই প্রণালীর দ্বারা ভারত মহাসাগরের সঙ্গে জাভা সাগর যুক্ত হয়েছে।

জাভা দ্বীপের ওই অঞ্চলে বিদেশি অনেক পর্যটক ভ্রমণ করেন। জাভার পেরডেগল্যান্ড জেলা পর্যটনের জন্য সবচেয়ে জনপ্রিয়। ওই জেলায়ই ন্যাশনাল পার্ক ও সমুদ্র সৈকতে প্রচুর সংখ্যক পর্যটক ভ্রমণ করেন। এই জেলায়ই সর্বোচ্চ ১৬৪ জন মারা গেছেন বলে জানা গেছে।

Bootstrap Image Preview