Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ভারতে গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা গরু, থানায় মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:৪২ AM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:৪২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার পিঠাপুরম এলাকায় এবার এক অন্তঃসত্ত্বা গরুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। 

ভারতীয় গণমাধ্যম সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, গরুটির মালিক রবিবার (২৩ ডিসেম্বর) থেকেই গরুটির খোঁজ পাচ্ছিলেন না। স্থানীয় ওই কৃষকের গরুটি গর্ভবতী ছিল।

অনেক খোঁজাখুঁজির পরেও কোনও খোঁজ মেলেনি। শেষে মঙ্গলবার তিনি জানতে পারেন, বাড়ির পিছনের একটি মাঠে তার গরুটি আহত অবস্থায় পড়ে রয়েছে। কৃষক সেখানে গিয়ে দেখেন একটি গাছের সঙ্গে বাঁধা রয়েছে গরুটি।

স্থানীয়দের দাবি, গরুটিকে ধর্ষণ করা হয়েছে। গরুটির গোপনাঙ্গ জখম হয়েছে। ইতিমধ্যে গরুটির মেডিক্যাল টেস্ট করানোর দাবিতেও সোচ্চার হয়েছেন এলাকাবাসীরা।

পুলিশ ওই গ্রামে গেলে সেখানে চলে বিক্ষোভ। ঘটনায় অনেকজনের হাত থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের।

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গরুর সঙ্গে এমন নৃশংস কাজ কেউ করতে পারে, ভেবেই হতবাক হয়ে গিয়েছেন অনেকে।

তবে এবারই প্রথম নয়। এর আগেও গরু, ছাগল, কুকুরকেও ধর্ষণের ঘটনা ঘটেছে ভারতে।

Bootstrap Image Preview