Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলাপর্যায়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ AM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পর্যায়ে ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে। সরকারি মুদ্রণ খানা (বিজি প্রেস) থেকে কঠোর নিরপাত্তায় ব্যালট পেপারগুলো জেলায় জেলায় পাঠানো হচ্ছে। ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ এই তথ্য জানান।

গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট নির্বাচন কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়। আজ বুধবার বাকি জেলাগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে।

ইসি সূত্র জানায়, ইতোমধ্যে ২২৩ আসনের ব্যালট মুদ্রণকাজ পুরোপুরি শেষ। জামায়াত নিয়ে ইসির সিদ্ধান্ত এবং কয়েকটি আসনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেখানকার ব্যালট মুদ্রণ করা বিলম্বিত হচ্ছে। ইসির সিদ্ধান্ত পেলে আজকালের মধ্যেই সেগুলোও ছাপানো শুরু হবে। তবে যা-ই হোক, ২৮ তারিখের মধ্যে সব আসনের ব্যালট মুদ্রণ সম্পন্ন হবে।

ইসির কর্মকর্তারা জানান, কয়েকটি আসনে উচ্চ আদালাতের রায়ে প্রার্থী পরিবর্তন হওয়ায় ওইসব আসনের ব্যালট ছাপানো নিয়ে বিপাকে পড়েছেন কর্মকর্তারা। এসব আসনে একবার ব্যালট ছাপানোর পর প্রার্থী পরিবর্তন হওয়ায় ওইসব ব্যালট বাদ দিয়ে আবার নতুন করে ছাপতে হচ্ছে।

কর্মকর্তারা আরও জানান, মঙ্গলবারও উচ্চ আদালতের রায়ে কয়েকটি আসনের প্রার্থী পরিবর্তনের বিষয়ে নির্দেশনা এসেছে। এসব নির্দেশনা মেনে প্রার্থী তালিকায় পরিবর্তন আনতে হচ্ছে।

কারণ ব্যালটে প্রার্থীদের নাম উল্লেখ করতে হচ্ছে। ব্যালট নিতে আসা ইসির নিজস্ব কয়েকজন কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে ব্যালট পেপার জেলাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।

অন্য দিকে ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান জানান, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ। ব্যালট মুদ্রণও শেষপর্যায়ে। কয়েকটি আসনে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আসনগুলোয় শেষ মুহূর্তে ব্যালট মুদ্রণ হবে।

Bootstrap Image Preview