Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যালট পেপার পাঠানো শুরু করেছে ইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:১৯ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:৪৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মঙ্গলবার (২৫ ডিসেম্বর) জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।জরুরি ভিত্তিতে ব্যালট পেপার পাঠানোর জন্য দুটি হেলিকপ্টার প্রস্তুত রেখেছে নির্বাচন কমিশন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ৩০০টির মধ্যে ২৯৩টি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার পাঠাবে ইসি। বাকি সাতটির মধ্যে ছয়টিতে ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে এবং একটি সংসদীয় আসনে (গাইবান্ধা-৩) জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মারা যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রশিদ জানান, রাজধানীর বাংলাদেশ গভর্নমেন্ট (বিজি) প্রেস এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস নামের দুটি সরকারি প্রেস থেকে মঙ্গলবার দুপুর ২টার দিকে ইসি ব্যালট পেপার পাঠানো শুরু করে।

অধিকাংশ সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তারা মঙ্গলবার ও বুধবার ব্যালট পেপার সংগ্রহ করতে পারবেন।

প্রার্থিতা নিয়ে যেসব আসনে আইনি জটিলতা রয়েছে সেসব আসনে পরে পাঠানো হবে ব্যালট পেপার।

জরুরি ভিত্তিতে ব্যালট পেপার পাঠানোর জন্য দুটি হেলিকপ্টার প্রস্তুত রেখেছে নির্বাচন কমিশন।

উপজেলা পর্যায়ে ব্যালট পেপার ভোটের দুই-তিন দিন আগে পাঠানো হবে এবং ভোটকেন্দ্রে পাঠানো হবে নির্বাচনের আগেরদিন।

যে ছয় আসনে ইভিএম ব্যাবহার করা হবে সেগুলো হলো- ঢাকা-৬ ও-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।

Bootstrap Image Preview