Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানের শীষের পোস্টার ছিড়তে গিয়ে আব্দুল মতিন নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৫ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


ধানের শীষ প্রতীকের পোস্টার ছিড়তে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমণিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে রাস্তার উপর ঝুলিয়ে রাখা পোস্টার ছিড়তে গিয়ে তার মৃত্যু হয়।

গত শনিবার পোস্টার ছিঁড়তে গিয়ে আহত হন আব্দুল মতিন (৩৫) নামক ওই যুবক। পরে সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।তিনি ওই গ্রামের মৃত ইয়াছিন খাঁর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।

স্থানীয়রা জানান, গত শনিবার কতিপয় ব্যক্তি নৌকার পোস্টার ছিড়ে ফেলে। এর পাল্টা জবাবে সিংগাড়ি-মেন্দা পাকা রাস্তার উপর ঝুলানো বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টার ছিড়ে ফেলতে রবিবার রাতে আব্দুল মতিন গাছ বেয়ে একটি খড়ের পালার উপর উঠে বসেন।

এ সময় পা ফসকে নিচে পাকা রাস্তার উপড় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। তাকে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। সোমবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।

আব্দুর মতিনের বড় ভাই জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview