Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের সবচেয়ে দীর্ঘ চুল ভারতের নীলাংশির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লম্বা চুলের জন্য গিনেস ওয়ার্ল্ডের খেতাব জয় করেছেন গুজরাটের বাসিন্দা নীলাংশি প্যাটেল। খারাপ চুলকাটার ঘটনায় ৬ বছর বয়সে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে চুলই কাটবেন না আর।

ষোড়শী ওই কিশোরী বিশ্বে দীর্ঘতম চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জিতেছেন। তার চুলের দৈর্ঘ্য শুনে বাস্তবিকই স্তম্ভিত হয়ে যেতে হয়। ৫ ফুট ৭ ইঞ্চি মাপের চুল নিয়ে নীলাংশি যেন রূপকথার র‍্যাপুনজেল!

নীলাংশি বলেন, বিচ্ছিরিভাবে আমার চুল কেটেছিল সেবার। এতই রাগ আর বিরক্ত লেগেছিল যে, আমি সিদ্ধান্ত নিই আর কখনই চুল কাটব না। তখন আমার বয়স ছিল মাত্র ৬। সেই থেকে ১০ বছর পেরোলো-চুল কাটিনি আমি।

Bootstrap Image Preview