Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২১ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview
প্রতীকী


নাটোরের সিংড়ায় বিস্ফোরক মামলায় নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নজরুল ইসলাম হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে আটক করে পুলিশ। পরে আজ মঙ্গলবার বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আটক বিএনপি নেতা নজরুল ইসলামকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বিএনপির ১৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩৫০ জনকে আসামি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ছবি ছেঁড়া ও আ’লীগের নির্বাচনী অফিস ভাংচুর করার অপরাধ এনে সিংড়া থানায় একটি মামলা করেছেন হাতিয়ান্দহ ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ। নজরুল ইসলাম ঐ মামলার তিন নম্বর আসামি।

Bootstrap Image Preview