Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, উপজেলা চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:১১ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:১১ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেষাঁ ধরঞ্জী ইউনিয়নের পারুইল ও কাঁচনা গ্রামে নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ও স্থানীয় জামাত-বিএনপির ১৬ জনের নামসহ অজ্ঞাত আরো ১০-১২ জন নেতাকর্মির নামে স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি মনোয়ার হোসেন বাদী হয়ে থানায় নাশকতা মামলা করেন।

মামলার বাদী মনোয়ার হোসেন বলেন, গত রবিবার রাত ১০টা পর্যন্ত নির্বাচনী ক্যাম্পিং ও প্রচারনা চালিয়ে দলীয় নেতাকর্মিরা সবাই আমরা নিজ নিজ বাসায় চলে যাই। সকালে এসে দেখতে পাই অফিসে টানানো নৌকার ব্যানার ও পোস্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন, মামলার আসামি আব্দুল জলিলের পুত্র আব্দুল ছাত্তারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং বাঁকিদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিঁনি। থানায় মামলা নং-৪০।

Bootstrap Image Preview