Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না কেউ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৪২ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


কেউ ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার নির্বাচনী প্রচারণার শুরুতে এসব কথা বলেন মিজানুর রহমান মিনু। ধানের শীষের প্রার্থী হয়ে তিনি রাজশাহী-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে নৌকার প্রার্থী ও সমর্থকরা ভীত হয়ে পড়েছে। নির্বাচন বানচালে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা।

মিনু অভিযোগ করেন, বিভিন্ন স্থানে সরকার সমর্থকরা ধানের শীষের প্রচার মিছিল ও গণসংযোগে বাধা দিচ্ছে। নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলছে তারা। ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা করছে তারা। ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে আহত করছে। রাতের আঁধারে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সরকার সমর্থকরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যে এমন অপকর্ম করছে তারা।

নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন মিজানুর রহমান মিনু বলেন, মেয়র ও সংসদ সদস্য মিলে দীর্ঘ ১৭ বছর রাজশাহীর জনগণের সেবা করেছি আমি। আমার মেয়াদে রাজশাহী নগরীর সব উন্নয়ন হয়েছে। মূলত আমার হাত ধরেই আধুনিক রাজশাহী নগরীর যাত্রা। নির্বাচিত হলে আগামীতে রাজশাহীকে বিশ্বের অন্যতম নগরী হিসেবে গড়ে তুলব।

সকালে নগরীর ভাটাপাড়া কাদের মণ্ডলের মোড় থেকে তিনি গণসংযোগ শুরু করেন। দুপুর পর্যন্ত নগরীর ৭নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন মিনু।

তার গণসংযোগে অংশ নেন- বিএনপি কেন্দ্রীয় সদস্য সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, শহিদুন্নাহার কাজী হেনা, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, নগর যুবদলের সাবেক সবাপতি ও ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা প্রমুখ।

Bootstrap Image Preview