Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজার-৪: নৌকার প্রচারণায় ইপা বড়ুয়া

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৩ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গসংগঠন মহিলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মৌলভীবাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভানেত্রী ইপা বড়ুয়া।

উপজেলা বিভিন্ন স্থানে বিশেষ করে চা-বাগানগুলোতে কাজ করছেন তিনি। কখনো একা, কখনো বা নারীদের নিয়ে আবার কখনো বা এই আসনের নৌকার প্রার্থী আব্দুস শহীদের সাথে তিনি গণসংযোগ করে যাচ্ছেন। কেন নৌকায় ভোট দিতে হবে তা বুঝাচ্ছেন ভোটারদের।

ইপা বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বিশ্বনেতাদের মধ্যে আজ আলোচিত মুখ। তিনি কর্মদক্ষতার মধ্য দিয়ে শহর থেকে শুরু করে দেশের প্রতিটি গ্রামে উন্নয়ন করে যাচ্ছেন। দেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলে দেশ আজ দেশ অর্থনৈতিক, সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তিতে দেশে বিপ্লব ঘটেছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হচ্ছে।

তিনি আরও বলেন, বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বিধবা ও বয়স্ক ভাতা দিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগের কোন বিকল্প নেই। সুতরাং ৩০ তারিখ নৌকায় ভোট দিয়ে এই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে দেশে বারবার স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে প্রয়োজন।

Bootstrap Image Preview