Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:২৫ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:২৫ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মাকটিকাটা উচ্চ বিদ্যালয়ের পাশে নৌকা পুুড়িয়ে দেওয়ার ঘটনার পরই রাতে আবারও উপজেলার ললিতনগর চান্দলায় গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। এদিকে এঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চান্দলায় গ্রামের মোহনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি আজমাইল হোসেন জানান, সোমবার দিবাগত রাত ১১ টা পর্যন্ত আমরা অফিস থেকে বাসায় চলে যাই। রাত সাড়ে ১২ টার দিকে জানতে পারি আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে কে বা কাহারা। আমরা এসে দেখি অফিসের সামনে টাঙ্গানো নৌকাটি পুড়িয়ে ফেলা হয়েছে এবং অফিসের ভেতরে রাখে ধানের খড় গুলো পুড়ে ছাই হয়েগেছে।

স্থানীয় আওয়ামী লীগে নেতা মোঃ সাইদুর রহমান জানান, কয়েকদিন আগে উপজেলা বিএনরি সাধারণ সম্পাদক ও মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা হোসেন আওয়ামী লীগের সমর্থকদের উপর দোষ চাপিয়ে ধানের শীষের পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। আমরা এর প্রমাণ চাই ও প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়। তার ইন্ধনে এই কাজটি হয়েছে বলে ধারনা করছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।    

মোহনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিত কুমার বর্মন জানান, রাতেই আমরা থানায় অভিযোগ করা করতে গিয়েছিলাম অনেক রাত হওয়ার কারণে তা হয়নি।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের অফিসে আগুন লাগার কথা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Bootstrap Image Preview