Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্লেন দুর্ঘটনায় নিহত মেক্সিকোর নতুন গভর্নর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:১১ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:১১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মেক্সিকোর পুয়েবলো অঙ্গরাজ্যের নতুন গভর্নর মার্থা এরিকা অ্যালোনসো বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিজ পদে শপথ নেয়ার দুদিনের মাথায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার স্বামী রাফায়েল মরেনো ভ্যালেও নিহত হন।

স্থানীয় সময় সোমবার (২৪ ডিসেম্বর) তাদের বহনকারী হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে একসঙ্গে স্বামী-স্ত্রী দুইজনেরই মৃত্যু হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ৪৫ বছর বয়সী মার্থা ইরিকা আলোনসো প্রথম নারী গর্ভনর হিসেবে পুয়েবলা রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন গত ১৪ ডিসেম্বর। তিনি কেন্দ্রীয় ডানপন্থি ‘পান’ পার্টির সদস্য ছিলেন।

দুর্ঘটনায় আলোনসোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। এক টুইটে প্রেসিডেন্ট লোপেজ দুর্ঘটনায় তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

একইসঙ্গে দুর্ঘটনার কী কারণ, তার সত্যতা উদঘাটনে অনুসন্ধান করা হবে বলেও জানান তিনি। তবে প্রাথমিক প্লেনটি দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি।

গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ম্যানুয়েল বারবোসাকে হারিয়ে পুয়েবলার নতুন গর্ভনর নির্বাচিত হন আলোনসো। এরপর গত ১৪ ডিসেম্বর অফিসের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Bootstrap Image Preview