Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আনুষকার অভিনয়ের প্রশংসা করে টুইটারে ‘ট্রোলড' কোহালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩ AM

bdmorning Image Preview


জিরো দেখে আনুষকাকে লেটার মার্কস দিয়েছিলেন৷ সাহসী চরিত্র বাছাই ও দুর্দান্ত অভিনয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় আনুষকার ভূয়সী প্রশংসা করেছিলেন ভিকে৷ অনুষকাকে পাশ করিয়ে নিজে কিন্তু পরীক্ষায় ‘রসগোল্লা’ পেলেন কোহলি৷

মাঠে কোহলির ‘বিরাট’ আগ্রাসন যখন ক্রিকেট দুনিয়ার চর্চার কেন্দ্র তখন রিভিউয়ার বিরাটকে এবার একহাত নিল নেটিজেন৷ জিরো নিয়ে বিরাটের রিভিউয়ের পর সোশ্যাল মিডিয়ায় তির্যক মন্তব্যের ঝড় উঠেছে৷ মুক্তির কয়েক দিন কেটে গেলেও শাহরুখ- আনুষকা অভিনীত জিরো এখনও বক্স-অফিসে ঝড় তুলতে পারেনি৷ বক্স-অফিসের পাশাপাশি হলে লোক টানতেও ব্যর্থ ক্রিসমাস স্পেশ্যাল সদ্য মুক্তিপ্রাপ্ত জিরো৷

স্টার কাস্ট থাকলেও গল্পের বাঁধন মজবুত না-হওয়ায় নতুন প্রজন্মের কাছে শাহরুখ ম্যাজিক কাজ করেনি৷ আনুষকা যথাযথ অভিনয় করলেও সিনেমার চিত্রনাট্যে জল ঢুকে যাওয়ায় বলিউডের ‘পিকে’ গার্লের অভিনয়ও সেভাবে চর্চায় নেই৷এমন অবস্থায় আনন্দ এল রাইয়ের এই সিনেমা দেখে ভূয়সী প্রশংসা করে বসেন ভিকে, এতেই তরুণ প্রজন্ম চটেছে৷সোশ্যাল মিডিয়ায় চিমটি কেটে কেউ লিখেছেন, ‘বউয়ের ভয়েই বাড়িয়ে বাড়িয়ে আনুষকার অভিনয়ের প্রশংসা করেছেন কোহলি৷’

নেটিজেনের অনেকে আবার একধাপ উপড়ে উঠে রিভিউয়ার কোহলিকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘বৃথা পয়সা ওড়ালেন৷ জিরো দেখার কী আছে! আপনার দলে লোকেশ রাহুল হামেসাই তো জিরো রানে আউট হয়৷ মেলবোর্নে আরও একবার রাহুলকেই ব্যাট করতে পাঠিয়ে না হয় স্কোরবার্ডে চোখ রাখছেন৷’ কেউ আবার লিখেছেন, ‘অনুষ্কার প্রশংসা করুন, কিন্তু দয়া করে নিন্মমানের সিনেমা নিয়ে শব্দ খরচ করবেন না৷’

শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে শাহরুখ-আনুষকা প্রতিক্ষীত ছবি জিরো৷ট্রেলার ঝড় তুলতে পারলেও সিনেমা সেভাবে জমেনি৷ একদিন পর শনিবার অস্ট্রেলিয়ায় জিরো মুক্তি পায়৷মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্ট শুরু ২৬ ডিসেম্বর থেকে৷ তার আগে হাতে কয়েকদিনের ছুটি পেয়ে মেলবোর্নের এক মলে আনুষকা জিরোর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে ছুট যান কোহলি৷ এরপরই সোশ্যাল মিডিয়া জীবন সঙ্গিনী অনুষ্কার অভিনয়ের প্রশংসা করেন কোহলি৷যা নিয়ে এবার ট্রোলড হতে হল বিরাটকে৷

চলতি অস্ট্রলিয়া সফরে পার্থ টেস্টে নিজে পাশ করলেও দল ফেল করে৷ পারথে দ্বিতীয় টেস্টে ভারতকে ১৪৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া৷ অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্ট জিতলেও দ্বিতীয় টেস্ট নাস্তানাবুদ হয় ভারত৷ পারথে দল হারলেও বিরাটের ব্যাট থেকে এসেছে ১২৩ রানের ইনিংস৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৬টি টেস্ট সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলেন কোহলি৷

Bootstrap Image Preview