Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেতা-কর্মীদের ওপর হামলার বিচার চেয়ে ইসিতে আ’লীগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩১ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দলীয় নেতা-কর্মীদের ওপর বিএনপি-জামায়াতের হামলার অভিযোগ করে নির্বাচন কমিশনে (ইসি)বিচার দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (২৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেয় দলটির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় নেতা মো. আক্তারুজ্জামান।

প্রতিনিধি দলে আরও ছিলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা মারুফা আক্তার পপি, অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাওছার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. সেলিম মাহমুদ প্রমুখ।

আবেদনে বলা হয়েছে, সুনামগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ঝালকাঠি, পাবনা, বগুড়া, জয়পুরহাট, ঝিনাইদহে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ করা করা হয়েছে। আবেদনে ইসির কাছে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে আক্তারুজ্জামান বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশের সর্বত্র সন্ত্রাস, নৈরাজ্য ও হামলা করছে। আওয়ামী লীগসহ সকল গণতান্ত্রিক দলের ও জোটের অফিস ভাঙচুর করছে। তাদের হামলায় আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মী মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকশ’। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানাই।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজেরাই নিজেদের মধ্যে হামলা করে উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করছেন।

Bootstrap Image Preview