Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ায় খনিতে আটকে পড়া ৯ শ্রমিকের মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:০২ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়ার একটি পটাশ খনিতে আটকা পড়া ৯ খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে রবিবার দেশটির বার্তা সংস্থাগুলো জানিয়েছে।

এর আগে, শনিবার স্থানীয় সময় সকালে সোলিকামস্কের ওই খনিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় খনির ভেতরে আটকা পড়ে ১৭ শ্রমিক। এদের মধ্যে আটজন খনি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। 

এ ব্যাপারে রুশ বার্তা সংস্থা ইন্টার‌ফ্যাক্স জানিয়েছে, খনির যে অংশে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি ছিল নির্মাণাধীন এলাকা। সেখানে অগ্নিনির্বাপনের ব্যবস্থা সম্পূর্ণভাবে স্থাপিত হয়নি। উদ্ধারকারীরা ৩৬০ মিটারেরও বেশি গভীর এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করেছে।

অপরাধ তদন্তের জন্য নিয়োজিত রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview