Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শীতের আমেজে উত্তরাঞ্চলে লেপের চাহিদা বৃদ্ধি

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ PM

bdmorning Image Preview


শীতের আমেজ অনেকটাই পড়ে গেছে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে। আর তা বোঝা যায় হেমন্তের সকালের এই ঘন কুয়াশা আর এখানকার লেপ তোষক তৈরীর ভীড় দেখে। শীতের এমন লেপ তোষক তৈরী এবং বেচা-কেনায় ব্যস্ত এখানকার দোকানী ও কারিগররা।

বছরের শীত মৌসুমের এই দুই থেকে তিন মাস জেলার কয়েকশ' দক্ষ কারিগর লেপ-তোষক তৈরী করে যে আয় করে তা দিয়েই চালান তাদের সংসারের সারা বছরের খরচ।

জয়পুরহাটসহ উত্তর জনপদের জেলাগুলোতে শীতের আগমনী বার্তা যে বইতে শুরু করেছে তা বুঝা যায় হেমন্তের এই সকালের কুয়াশা দেখেই। আর এখানকার লেপ তোষকের দোকানের এমন বেচা-কেনায় ভীড় দেখে তা আরো স্পষ্টই হয়ে ওঠে শীতের।

জেলার বিভিন্ন হাট-বাজারে এখন বসেছে নানা রকমের তুলা ও লেপ-তোষকের দোকান। আর নতুন নতুন লেপ-তোষক তৈরীতে ব্যস্তএখানকার লেপ তোষকের কারিগররা।

শীতের প্রকোপের কথা মাথায় রেখে মৌসুমের শুরুতেই দোকানগুলোতে লেপ তোষক কিনতে ও তৈরীতে ভীড় করছেন সাধারণ মানুষ। তবে গত মৌসুমের চেয়ে এবার দাম কিছুটা বেশী বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

বছর শেষে শীতের এই দুই থেকে তিন মাসই দোকানগুলোতে বেচা-কেনা ও কাজ হয় বেশী এবং আয়ও হয় বেশী। আর তা দিয়েই বছর জুড়ে ভরন-পোষন চলে সংসারের। তবে তুলা সহ আনুসাঙ্গিক জিনিসপত্রের মুল্য বেশী হওয়ায় লেপ তোষকের মুল্য একটু চড়া বলে জানালেন এখানকার দোকানী ও কারিগররা।

Bootstrap Image Preview