Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা প্রজা নই, আমরা নাগরিক: ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৯ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা প্রজা নই, আমরা নাগরিক। স্বাধীন দেশের মানুষ কেউ প্রজা নয়। তারা নাগরিক। নাগরিকের দায়িত্ব আছে, কর্তব্যও আছে।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, যারা স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে না, তারাই মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে। আজকে যারা ভোটাধিকার থেকে আমাদের বঞ্চিত করতে চায়, তারাই ইয়াহইয়া খানের উত্তরসূরি।

তিনি বলেন, এই নির্বাচনে আপনাদের আমাদের সবাইকে সেই দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এলাকা এলাকায় একজন প্রতিনিধি। একটা নির্বাচনী এলাকা থেকে একজন প্রতিনিধি সংসদে যাবে দেশ শাসন করবে আমাদের পক্ষে।

তিনি আরও বলেন, দেশে জনগণের মালিকানা থাকতে হলে সুষ্ঠু নিার্বচনের মধ্য দিয়ে নির্ভয়ে আমরা ভোট দিয়ে সব প্রতিনিধি ওখানে থাকবে, যে আমাদের হয়ে দেশ শাসন করবে তাদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা নির্বাচিত হবে।

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বেআইনি আদেশ হলে আপনাদের কর্তব্য-আপনারা বলবেন, এ আদেশ বেআইনি; আমি মানতে পারছি না। এটি করতে হবে আইজি থেকে শুরু করে পুলিশ কনস্টেবল-সবাইকে।

ড. কামাল বলেন, সেনাবাহিনীর ভাইয়েরা শহীদদের উত্তরসূরি, বীরমুক্তিযোদ্ধাদের উত্তরসূরি। কাজেই আমাদের ভোটাধিকার রক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো দায়ীত্ব আপনাদের নেই।

Bootstrap Image Preview