Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনাবাহিনী নিয়ে আশাবাদী ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০২:৩৬ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:২৪ PM

bdmorning Image Preview


আজ থেকে মাঠে নামা বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষভাবে কাজ করলে সুষ্ঠ নির্বাচন হবে এমন আশাবাদ ব্যাক্ত করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

সোমবার(২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় ঐক্যফ্রন্ট নেতারা এমন আশাবাদ বাক্ত করেন। ‘নির্বাচন ও পেশাজীবীদের করণীয়' শীর্ষক এ আলোচনা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজন করেন।

এসময় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, আজ থেকে মাঠে নামা বাংলাদেশ সেনাবাহিনীই শেষ আশ্রয়স্থল। আশা করি সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে। তারা নিরপেক্ষ থাকলে সরকারের খবর থাকবে না।

মানুষ এখন একটা খড়কুটো ধরতে চায় বলে জানান মান্না। তিনি বলেন, গ্রামের জনগণও বলছে সবাই তো সরকারের দালালি করছে। সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে তো? কিন্তু আমরা আশা করছি তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

এতে সাংবাদিক নেতা শওকত মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে ঐক্যফ্রন্টের প্রধান ড. কমাল হোসেন বলেন, স্বৈরাচার পতনে দেশ আজ এক। এ লড়াই বৈধতা দেওয়ার লড়াই নয়। এটা উপস্থিত বুদ্ধির লড়াই। সংঘবদ্ধ হয়ে পুলিশকে জনগণের বিরুদ্ধে কাজ না করতে বলতে হবে।

৩০ ডিসেম্বর সঠিক ভোট দিতে পারলে আমরা লড়াইয়ে জিতবো বলে তিনি আরিা বলেন, মানুষকে বাঁচবার এই লড়াইয়ে আমাদের সাহস আছে, আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমরা দৃঢ় থাকলে লড়াইয়ে জিতবো। নির্বাচনি মাঠ বলে দিচ্ছে আমাদের কি করতে হবে। মানুষকে ভোটে যেতে উদ্বুদ্ধ করতে হবে।

 

Bootstrap Image Preview