Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় আবারও সুনামি সতর্কতা জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:০৬ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:০৬ PM

bdmorning Image Preview


ইন্দোনেশিয়ায় আবারও সুনামির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আনাক ক্র্যাকাতুয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় নতুন করে সুনামির আশঙ্কা করা হচ্ছে।

এ কারণে উপকূলীয় এলাকা থেকে দ্রুত লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। খবর বিবিসির।

এদিকে গত শনিবার সুন্দা প্রণালিতে সুনামির তাণ্ডবে নিহতের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে-নিখোঁজদের অনেকেই বেঁচে নেই। হেলিকপ্টার দিয়ে জাভা ও সুমাত্রার মধ্যবর্তী স্থানে অবস্থিত আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সুনামির আঘাতে রাস্তাঘাট বিলীন হয়ে যাওয়ায় দুর্গত এলাকায় উদ্ধারকাজ পুরোপুরিভাবে চালাতে পারছেন না কর্মীরা।

Bootstrap Image Preview