Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাত দেশের তরুণদের অংশগ্রহণে আন্তর্জাতিক সেমিনার

মামুনুর রশিদ রাজিব, স্ট্যামফোর্ড প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩৭ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩৭ AM

bdmorning Image Preview


কারো দেশ ভিয়েতনাম, কারো দেশ সেনেগাল। কারো কারো দেশ আমাদের প্রতিবেশি ভারত, মায়ানমার, আফগানিস্থান কিংবা পাকিস্থান, ছিলেন বাংলাদেশের তরুণেরাও। তারা জানিয়েছে স্বাধীনতা নিয়ে তাদের ভাবনার কথা, মাদকমুক্ত তারুণ্য নিয়ে তাদের উপলদ্ধির কথা।

এভাবে দেশি-বিদেশি তরুণদের অংশগ্রহণে রাজধানীর রায়ের বাজার ডাব্লিউবিবি ট্রাস্ট মিলনায়তনে শনিবারে (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে আন্তর্জাতিক মানদণ্ডে মাদক ও তামাক মুক্ত সমাজ এবং তারুণ্যের চোখে স্বাধীনতা নিয়ে কথা বলেছেন, সাত দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণেরা। সেমিনারটি আয়োজন করেছে, ডাব্লিউবিবি ট্রাস্ট, ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং। 

সেমিনারে ডাব্লিউবিবি ট্রাস্ট্র’র পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৃথিবী বিখ্যাত সুপার হিউম্যান ড. ম্যাক ইউরি।  

আরও উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং এর উপদেষ্ঠা ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক দবেরা ইফরইমসন, ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাখিল খন্দকার।

সুপার হিউম্যান ড. ম্যাক ইউরি বলেন, বিজয় অর্জন করতে হলে দেহ ও মনকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। তোমরা যদি তোমাদের দেহ ও মন নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমরা নিজেদের পরিবর্তন করতে পারবে, পৃথিবী জয় করতে পারবে। মনোদৈহিক ভারসাম্য অর্জনের মধ্য দিয়ে সব সীমাদ্ধতা জয় করতে পারবে।

দবেরা ইফরইমসন বলেন, আমরা স্বাধীনতা চাই। কিন্তু আমরা ব্যক্তি হিসেবে স্বাধীন হতে পারছি কিনা? কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আমাদের পণ্য বানাতে চায়। তারা বুঝাতে চায় তাদের পণ্য ব্যবহার করলেই আমরা মানুষ। আমাদের স্বাধীন হতে হলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মানুষের উপর নিয়ন্ত্রণ কমাতে হবে। সরকার ও সাধারণ মানুষ ওদের কাছে জিম্মি। কর্পোরেটের দাস হিসেবে না, বরং স্বাধীনভাবে চলতে পারাটা আমার কাছে বিজয়।

স্বাগত বক্তব্যে রাখিল খন্দকার বলেন, অনেক ত্যাগের মধ্যে দিয়ে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে। ‍কিন্তু আমরা কি মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে পেরেছি। প্রকৃত বিজয় অর্জন করার জন্য দেশকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে হবে। আমার কাছে বিজয় মানে মাদকমুক্ত তারুণ্য।

এসময় বিভিন্ন দেশ থেকে আসা তরুনেরাও মাদকের ভয়াবহতা রোধে  এবং সমাজ থেকে মাদক সমস্যাকে নির্মূল করতে বিভিন্ন অভিব্যক্তি তুলে ধরেন।

Bootstrap Image Preview