Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাজেদার পক্ষে ভোটের মাঠে সাবেক এমপি জুয়েল চৌধুরী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৮ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৮ AM

bdmorning Image Preview


ফরিদপুর- ২ (নগরকান্দা-সালথা-কৃষ্ণপুর ) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাজেদা চৌধুরীর পক্ষে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি, সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী।

গত কয়েকদিন ধরে তিনি ফরিদপুর- ২ আসনের নগরকান্দা পৌর সদর, নগরকান্দা-সালথা উপজেলার ১৭ টি ইউনিয়ন ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করছেন।

এছাড়া বিভিন্ন স্থানে পথসভায় তিনি বক্তৃতা করেন। 

নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে শনিবার (২২ ডিসেম্বর) ও রবিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সাইফুজ্জামান জুয়েল চৌধুরী নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে কাইচাইল, ফুলসুতি, বল্লভদী, রামকান্তপুর, রসুলপুর, রামনগর, দেবীনগর, কুন্জনগর, গজারিয়া ও কৃষ্ণপুর  ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন। 

এসময় সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন, নৌকা প্রতিক হচ্ছে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতিক, গণতন্ত্রের প্রতীক। নৌকা প্রতিকে ভোট দিলেই কেবল দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করাতে হবে।

তিনি বলেন, বিগত দিনে ফরিদপুরে উন্নয়নের জন্য তেমন কোন কাজ হয় নি। গত ১০ বছরে আমাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এলাকায় ব্যাপক কাজ করেছেন। নগরকান্দা-সালথার প্রতিটি এলাকায় তার উন্নয়নের ছোঁয়া লেগে আছে । আসন্ন নির্বাচনে সবাই নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে বিপুল ভোটে তাকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ।

এসময় তার সাথে নগরকান্দা সালথা ও কৃষ্ণপুরের আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর বাবলু চৌধুরী, সাবেক নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview