Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে বাস-ট্রাক সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ৭

মিঠুন মাহমুদ, জীবননগর প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ৭ জন গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রবিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার সময় উপজেলার মনোহরপুর কুমোর পাড়ার  সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাসের যাত্রী জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, হাসাদহ গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী পারভিনা খাতুন (৩০), জীবননগর পৌর সভার ৬নং ওর্য়াডের রনির স্ত্রী তানিয়া খাতুন (২০), মহেশপুর উপজেলার রাখালভুগা গ্রামের মুলুক চাঁদের ছেলে খবির (৩২) এবং গুরুত্বর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি হয়  জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত মতেহার আলীর ছেলে হিরক আলী (২৮), মহেশপুর উপজেলার চন্দ্রবাস গ্রামের রাহিল উদ্দিনের ছেলে সামসুল মন্ডল (৪০) এবং একই উপজেলার খালিশপুরের মফিউদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার সময় জীবননগর থেকে ছেড়ে যাওয়া শাপলা এক্সপ্রেসের বাস দর্শনা অভিমুখ থেকে ছেড়ে আশা একটি ট্রাকের পিছনে অন্য একটি নষ্ট ট্রাক বেদে নিয়ে আসার সময় মনোহরপুর কুমোরপাড়া ব্যাক পার হতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের সৃষ্ঠি হয়। ট্রাকটি বাসের ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে চটকা গাছের সাথে ধাক্কা লাগে এবং বাসে থাকা যাত্রীদের মধ্যে ৭ জন গুরুত্বর আহত হয়।

এ সময় স্থানীয় জনগন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য ভর্তি করে এদের মধ্যে ইয়াকুব, হিরক ও সামসুল নামের তিন জন যাত্রীর অবস্থা আশঙ্কজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফাট করে।

এদিকে ঘটনার সংবাদ শুনে জীবননগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থানে ছুটে যান এবং আহত ব্যাক্তিদের উদ্ধার করাসহ যান চলাচলা স্বাভাবিক করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম জানান, রবিবার সকাল ১১টার সময় মনোহরপু নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় প্রায় ১০ জন হাসপাতালে চিকিৎসার জন্য আসে এর মধ্যে জীবননগর হাসপাতালে ৩ জনের হালকা আঘাত লাগায় প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়িতে চলে যায় আর ৪ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং বাকি তিন জনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফাট করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, সকাল ১১টার সময় মনোহরপুর ব্যাকে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা শুনে ঘটনা স্থানে যায় এবং ঘটনা স্থান থেকে আহতদের উদ্ধার করা সহ  যানচলাচল স্বাভাবিক রাখা হয়।

Bootstrap Image Preview