Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিসিদের বেনামি চিঠি পাঠাচ্ছে দুষ্কৃতিকারী দল, বিচলিত না হতে চিঠি ইসির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৮:১২ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৮:১২ PM

bdmorning Image Preview


বিগত কয়েকদিন ধরেই দেশের কয়েকটি অঞ্চলের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাসহ দায়িত্ব পালনকারী নির্বাচন কর্মকর্তাদের বেনামি চিঠি পাঠাচ্ছে একটি দুষ্কৃতিকারী দল। আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকতে এখন পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে- গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, বরগুনা, সিরাজগঞ্জের ডিসি ও ও রিটার্নিং কর্মকর্তাদের। বেনামি এ সকল হুমকিতে কর্মকর্তাদের বিচলিত না হতে একটি চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  

রবিবার (২৩ ডিসেম্বর) সব জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কর্মকর্তাদের সতর্ক ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে।

ইসির সহকারী সচিব নূর নাহার ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসক, ফরিদপুর ও রিটার্নিং অফিসার জানিয়েছে যে, তাকে হুমকি প্রদর্শন করে ডাক মারফত স্বাক্ষরবিহীন একটি পত্র প্রেরণ করা হয়েছে। পত্রটিতে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাগণসহ তাদের পরিবার-পরিজনের ওপর হামলা করা হবে মর্মে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দেশের আরও কিছু স্থান হতে এ ধরণের পত্র পাওয়া গিয়েছে। এ ধরণের পত্রে বিচলিত না হয়ে ও নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো।

ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা ছাড়াও গাজীপুরের ডিসি ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, মাদারীপুরে ডিসি মো. ওয়াহিদুল ইসলাম, সিরাজগঞ্জের ডিসি কামরুন নাহার সিদ্দিকা ও বরগুনার ডিসি মো. কবির মাহমুদ বরাবর হুমকি মূলক চিঠি দিয়েছে দুষ্কৃতিকারীরা। প্রতিটি চিঠিতেই এ সকল কর্মকর্তা ও তাদের পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ বিষয়ে থানায় জিডিও করেছেন। এরই পরিপ্রেক্ষিতে রবিবার নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করেছে কমিশন। 

 

Bootstrap Image Preview